হিলি স্থলবন্দরে চলতি ২০২১-২২ অর্থবছরের গত ৬ মাসে ১৮৯ কোটি ২০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। রোববার বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান।
তিনি জানান, হিলি স্থলবন্দরে সরকারি রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ বন্দরে ব্যবসায়ীদের সকল প্রকার ব্যবসায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করেছি।
হিলি কাস্টমস সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরের প্রথম জুলাই মাসে হিলি কাস্টমসে রাজস্ব আদায় হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা। আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে আদায় হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকা। অক্টোবর মাসে আদায় হয়েছে ৩৪ কোটি ৩১ লাখ টাকা। নভেম্বরে আদায় হয়েছে ৩২ কোটি ৫৪ লাখ টাকা। ডিসেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে ২৬ কোটি ৮৯ লাখ টাকা।