বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিকূলতার মধ্যেই গেল ডিসেম্বরে ৪৯১ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। কোনো একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রফতানির রেকর্ড এটি। ২০২০ সালের ডিসেম্বরের তুলনায় এ আয় ৪৮ শতাংশ বেশি। বছরের শেষ চার মাসে এ হারেই রফতানি বেড়েছে।
রোববার প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে দেখা যায়, ২০২১ সালের ডিসেম্বরে লক্ষ্যমাত্রার তুলনায় রফতানি বেশি হয়েছে ২৫ শতাংশেরও বেশি। আগের বছরের ডিসেম্বরের তুলনায় এ আয় ১৬০ কোটি ডলার বেশি। আগের ডিসেম্বরে রফতানির পরিমাণ ছিল ৩৩১ কোটি ডলার।
বছরের শেষ ছয় মাস জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রফতানির পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৪৭০ কোটি ডলার। এ আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ১৬ শতাংশ বেশি।
গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। গত অর্থ বছরের এই সময়ে রফতানি হয়েছে এক হাজার ৯২৩ কোটি ডলার। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে ৫৪৭ কোটি ডলার রফতানি বেশি হয়েছে।