ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাটল বাস চালু

শিক্ষকদের জন্য পুরো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

রোববার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এই সার্ভিসটি প্রতিদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আপ ট্রিপ শুরু হবে। সেটি কলা ভবন> টিএসসি> কাজী মোতাহার হোসেন ভবন> মোকাররম ভবন> কার্জন হলে গিয়ে শেষ হবে। এই বাসের ডাউন ট্রিপ বেলা ১১টায় কার্জন হল থেকে পুনরায় মোকাররম ভবন> কাজী মোতাহার হোসেন ভবন> টিএসসি> কলা ভবন> প্রশাসনিক ভবনে এসে শেষ হবে।

পরে দুপুর ২টায় আবারো প্রশাসনিক ভবন থেকে কার্জন হল পর্যন্ত একই রুটে আপ ট্রিপ শুরু হবে। এরপর আড়াইটায় কার্জন হল থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত ডাউন ট্রিপ দিবে।

এছাড়া, সকাল ১১টায় লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে কার্জন হল পর্যন্ত একটি আপ ট্রিপ ও দুপুর ২টায় কার্জন হল থেকে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট পর্যন্ত ডাউন ট্রিপ যাবে।