পুনরায় চালু হচ্ছে ‘বেনাপোল এক্সপ্রেস’

ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি ২ ডিসেম্বর থেকে ফের চালু হতে যাচ্ছে। শুক্রবার বেনাপোল রেলস্টেশনের মাস্টার সাইদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে ২ ডিসেম্বর থেকে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন চালুর বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে ৫ এপ্রিল থেকে সব ট্রেনের সঙ্গে ঢাকা-বেনাপোল রুটের এ আন্তঃনগর ট্রেনটিও বন্ধ করে দেওয়া হয়। পরে এ রুটে চলাচলকারী যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের নির্দেশনায় ট্রেনটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন দেড় হাজারেরও বেশি যাত্রী ভারতে যাতায়াত করেন। ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি বন্ধ হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল এ রুটের যাত্রীদের।