শ্রমবাজারে সুবাতাস: বাংলাদেশকে দিনে ৪ হাজার ভিসা দিচ্ছে সৌদি

বাংলাদেশকে দিনে ৪ হাজার ভিসা দিচ্ছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান এ তথ্য জানান।

তিনি আরও জানান, করোনার পর এখন ঢাকাস্থ দূতাবাস থেকে ভিসা দেওয়ার হার বেড়েছে। প্রতিদিন ৪ হাজার ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস। একদিনে ৮ হাজার ৬০০ ভিসাও দেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঈসা ইউসেফ জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি টিকা নিয়ে সৌদি আরব গেলে কোয়ারেইন্টেনের প্রয়োজন হয় না। অন্য টিকার ক্ষেত্রে কোয়ারেইন্টেনের প্রয়োজন হয়।

টিকাগুলো হলো- মডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও অ্যাস্ট্রাজেনেকা।

এর আগে অনুষ্ঠানে বাংলাদেশকে ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে সৌদি আরব। এসময় সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশকে টিকা উপহার দিতে পেরে আমরা আনন্দিত।