উত্তরা থেকে আগারগাঁও রুটে চলবে প্রথম মেট্রোরেল

আগামী বছর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যদি চালু করতে নাও পারে, তাহলে উত্তরা থেকে আগারগাঁও রুট ধরেই চলাচল শুরু করবে দেশের প্রথম মেট্রোরেল। তবে কর্তৃপক্ষ বলছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালুর কথাই ভাবছেন তারা।

এমআরটি লাইন সিক্সের হাত ধরেই মেট্রোরেলের যুগে পা দিচ্ছে বাংলাদেশ। শুরু থেকেই মেট্রোরেল প্রকল্পকে দুই ভাগে ভাগ করে কাজ করছে কর্তৃপক্ষ।

প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও, পরের অংশ আগারগাঁও থেকে মতিঝিল। উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক সাত-তিন কিলোমিটার ভায়াডাক্টে নয়টি স্টেশন। এই অংশের প্রথম চারটি স্টেশনে শুরু হয়েছে ট্রায়াল রান। প্যাকেজ এক এর সার্বিক অগ্রগতি ৮৪ দশমিক পাঁচ-আট ভাগ।

অন্যদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৮ দশমিক এক এক কিলোমিটার পথে সাতটি স্টেশন নিয়ে ফার্মগেট-কারওয়ান বাজার থেকে প্রেসক্লাব হয়ে এগিয়েছে মতিঝিলের পথে। এ অংশের কাজ এগিয়েছে ৬০ শতাংশের বেশি। পুরো প্রকল্পের সার্বিক গড় অগ্রগতি ৭০ দশমিক পাঁচ-আট ভাগ।