রায়েন্দা-মাছুয়া ফেরি চলাচল শুরু

বহুল প্রতীক্ষিত রায়েন্দা-মাছুয়া ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) ফেরি চলাচল উদ্বোধন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তুম আলী ফরাজী।

সেখানে সুধী সমাবেশে শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাত, মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও মঠবাড়িয়া-শরণখোলার আওয়ামী লীগের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, ফেরি চালুর ফলে মোংলা ও পায়রা বন্দরের সঙ্গে সড়ক দূরত্ব ৭০ কিলোমিটার কমে যাবে। বাঁচবে সময় ও অর্থ।

সংশ্লিষ্টরা বলছে, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালীসহ খুলনা ও বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর কয়েক কোটি মানুষ আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এ ফেরি সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাধীনতার ৫০ বছর পর এ ফেরি সার্ভিস চালুর ফলে বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, পিরোজপুরের দক্ষিণ অংশ, মৎস্য বন্দর পাথরঘাটা, আলীপুর-মহিপুর, বরগুনা, পটুয়াখালী, পায়রা বন্দর থেকে মোংলা বন্দর থেকে খুলনা ও ঢাকার সহজ সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে।