বয়স ১৮ হলেই নিতে পারবেন টিকা

করোনাভাইরাস প্রতিরোধী টিকার কার্যক্রমের আওতা আরও বাড়াল সরকার। এখন থেকে যাদের বয়স ১৮ তারাও টিকা নিতে পারবেন।

টিকার জন্য ১৮ বছর বয়সীরা এখন থেকে ‘সুরক্ষা’ অ্যাপে গিয়ে নিবন্ধন করতে পারছেন। অ্যাপে মঙ্গলবার রাত থেকে এই সুযোগ করে দেয়া হলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয় বুধবার।

সুরক্ষা অ্যাপে ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য নতুন একটি অপশন খোলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক এবং এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক মিজানুর রহমান।

তিনি বলেন, ‘বুধবার এই অপশনটি চালু হয়ে গেছে। টিকা পেতে সাধারণ নাগরিকের জন্য বয়স ১৮ বছর বা তার বেশি করা হয়েছে। তারা সুরক্ষা অ্যাপ্লিকেশনে গিয়ে নিবন্ধনের ফরম পূরণ করতে পারবেন।’

এর আগে ২৫ বছর বা তার বেশি বয়সী সব নাগরিক করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করতে পারতেন।