জাতীয় গ্রিডে যুক্ত হলো ৫০ লাখ ঘনফুট গ্যাস: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রের ৯ নম্বর কূপ থেকে ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, শুক্রবার এ গ্যাস জিটিসিএলের পাইপলাইনে দেওয়া শুরু হয়।

শুক্রবার কেরাণীগঞ্জে তিতাস গ্যাসের ২০ ইঞ্চি পাইপলাইনের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

জ্বালানি বিভাগ জানায়, পুরনো কূপের ১ হাজার ৮৯৮ মিটার গভীরে গ্যাস স্তরের সন্ধান মিলেছে। এ কূপে আরো তিনটি স্তর থেকে গ্যাস তোলা যাবে। সিলেটের এ গ্যাস কাঠামোতে ১৭০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।

অনুষ্ঠানে অন্যোন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জ্বালানি সচিব আনিছুর রহমান, তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নূরুল্লাহ প্রমুখ।