বান্দরবানের পাহাড়ি এলাকায় এবছর জায়ান্টকিউ আনারসের ফলন ভালো হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। আর বিষমুক্ত হওয়ায় সমতলে বেশ চাহিদা রয়েছে পাহাড়ের আনারসের। আবহাওয়া আর মাটি অনুকূলে থাকায় অন্য দুই পার্বত্য জেলা থেকে বান্দরবানে জায়ান্ট কিউ আনারসের উৎপাদন হয় বেশি।
বড় আকারের এক একটি জায়ান্টকিউ আনারসের ওজন হয়ে থাকে ৫০০ গ্রাম থেকে ২ কেজি। বড় আনারসের দাম ৫০ থেকে ৬০ টাকা। আর ছোট ও মাঝারি আকারের দাম ২৫ থেকে ৩০ টাকা। বিষমুক্ত হওয়ায় সমতলে পাহাড়ের আনারসের চাহিদা বেশি।
এ বছর জেলার ফারুক পাড়া, গ্যাসমনি পাড়া, বেতনি পাড়া, লাইমি পাড়াসহ রুমা ও থানচি উপজেলার পাহাড়ের ঢালুতে আনারসের আবাদ হয়েছে। পাহাড়ি গ্রাম থেকে আনারস কিনে পাইকাররা নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পাহাড়ের আবহাওয়া ভালো হওয়ায় এখানে জায়ান্টকিউ আনারসের উৎপাদন ভালো হয়।