দেশে টিকার আওতায় প্রায় দেড় কোটি মানুষ

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৩১৪ জন করোনা টিকার আওতায় এসেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ২ লাখ ৮৯ হাজার ৭৯৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪ লাখ ৪৩ হাজার ৫১৭ জন।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার একদিনে মোট টিকা দেওয়া হয়েছে ৩ লাখ ৭ হাজার ২৩০ ডোজ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ৮৫৯ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৪৪ হাজার ২৩১ জন।

পাশাপাশি বৃহস্পতিবার ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক হাজার ৬৬২ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৫৭ হাজার ২৯৩ ডোজ।

এছাড়া ৩৪ লাখ ৯ হাজার ৮৩০ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৫৮২ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯২ হাজার ২৪৮ জনকে। মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ১১ লাখ ১ হাজার ৮৯৭ ডোজ, আর বৃহস্পতিবার দেওয়া হয়েছে ৮৬ হাজার ৩৮৬ ডোজ।

তথ্যসূত্র: ডেইলি বাংলাদেশ