দেশে কোটির মাইলফলকে পৌঁছেছে ব্রডব্যান্ড গ্রাহক

দেশে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা ১ কোটি ৫ হাজারে পৌঁছেছে।

বিটিআরসির সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২১ সালের জুন মাসে এসে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা এই মাইলফলক স্পর্শ করে। তিন মাস পরপর আপডেট হওয়া এই হিসাবে চলতি বছরের মার্চে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা ৯৮ লাখ ১০ হাজারে পৌঁছায়। ওই সময় ২ লাখ ৮৮ হাজার নতুন গ্রাহক ব্রডব্যান্ডে এসেছে।

এরআগে ২০২০ সালের ডিসেম্বর এই গ্রাহক সংখ্যা ছিলো ৯৫ লাখ ২২ হাজার। এর আগে সেপ্টেম্বরে এই সংখ্যা ছিলো ৮৬ লাখ ৫৬ হাজার।২০২০ সালের জুনে ছিলো ৮৫ লাখ ৭১ হাজার । ওই বছরের মার্চে ছিলো ৮০ লাখ ৮৪ হাজার গ্রাহক।

তথ্যসূত্র: টেকশহর