ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৬৫০ পরিবহনশ্রমিক

করোনায় ক্ষতিগ্রস্ত ময়মনসিংহের ৬৫০ পরিবহনশ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০০ টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়েছে। বুধবার (১৪ জুলাই) বিকেলে তাদের হাতে এ উপহার তুলে দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় সভাপতির বক্তব্যে মসিক মেয়র বলেন, লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবহনশ্রমিকরা। তাই শুরু থেকেই বিভিন্ন সময়ে ত্রাণসামগ্রী বিতরণ, নগদ সহায়তা, ঈদ উপহার বিতরণ, ওএমএস কার্ড বিতরণের মাধ্যমে শ্রমিকদের সহযোগিতার চেষ্টা করেছি। শিগগিরই আরও ৫০০ পরিবহনশ্রমিককে সহযোগিতা করা হবে।

মেয়র ইকরামুল হক টিটু আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন ‘এই দেশের একজন মানুষও না খেয়ে মারা যাবে না। তিনি তার ওয়াদা রক্ষা করেছেন।’ কিন্ত আমাদের অসতর্কতার কারণে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১৬ হাজার মানুষ মারা গেছেন।

শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা একটি পরিবারের অবলম্বন। আপনার কিছু হলে একটি পরিবার পথে বসে যাবে। তাই দয়া করে মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এছাড়া আপনাদের হাতে বহু মানুষের নিরাপত্তা জড়িত। দয়া করে মাস্কছাড়া কোনো যাত্রী উঠাবেন না।

অনুষ্ঠানে প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মোটরমালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, মোটরযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিকাশ ঘোষসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: ঢাকাপোস্ট