খুলনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে এই ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় ৫ হাজার দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ কার্যক্রম পরিদর্শন শেষে খুলনার শিববাড়ি চত্বরে লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান।
এ সময় সেনাবাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ। দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তথ্যসূত্র: ডিবিসি নিউজ