‘শিগগিরই চালু হবে ১০০০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতাল’

শাহবাগে বঙ্গবন্ধু কনভেনশন হলে এক হাজার বেডের করোনা ডেডিকেটেড ইউনিট শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১০ জুলাই) রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বঙ্গমাতা কনভেনশন সেন্টারে ১০০০-১২০০ শয্যার করোনা হাসপাতাল করা হবে। যেখানে আইসিইউ থাকবে ৪০০। শুধু শয্যা বাড়ালেই হবেনা পর্যাপ্ত জনবলও লাগবে। সে লক্ষ্যে ৪ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগ দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা নিয়ন্ত্রণ ছাড়া শুধু হাসপাতালের শয্যা বাড়িয়ে সংকট সমাধান সম্ভব নয়। শুধু হাসপাতালের সমালোচনা না করে যে কারণে সংক্রমণ বাড়ছে সেদিকে গণমাধ্যমকে নজর দেয়ার আহ্বান জানান তিনি। ভ্যাকসিনের অভাব হবেনা। দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়া হবে।

বিরোধী দল ঘরে বসে টিভির পর্দায় বড় বড় কথা বলেন মাঠে তাদের দেখা যায়না, মানুষের পাশে দাঁড়াননা। তাদের বড় বড় কথা না বলে মানুষের পাশে দাঁড়ানোর আহবানও জানান মন্ত্রী।

তথ্যসূত্র: ডিবিসি