আখাউড়ার পর এবার ইতিহাস গড়ল বুড়িমারী স্থলবন্দর

করোনা পরিস্থিতির মধ্যেও রাজস্ব আদায়ে ইতিহাস সৃষ্টি করেছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। ২০২০-২০২১ অর্থবছরে ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আদায় করেছে বন্দরটি। এর আগে, এরকই অর্থবছরে রফতানি আয়ে রেকর্ড সৃষ্টি করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।

বুড়িমারী স্থলবন্দর শুল্ক স্টেশনের কাস্টমস সহকারী কমিশনার মো. কেফায়েত উল্যাহ মজুমদার জানান, ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৫৬ কোটি ৭২ লাখ ২৪ হাজার টাকা। ২০২০-২০২১ অর্থবছরে আদায় হয়েছে ১১১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ৯৫.৮৯%। যা এ বন্দরের ইতিহাসে সর্বোচ্চ।

সহকারী কমিশনার মো. কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, আমরা রাজস্ব বৃদ্ধিতে এইচএস কোড, পণ্যের মূল্য, মিথ্যা ঘোষণা বন্ধ ও পোস্ট ক্লিয়ারেন্স অডিটের বিষয়ে জোড় দিয়েছি। রাজস্ব আদায়, ট্রেড ফ্যাসিলিটেশন, রাজস্ব ফাঁকি রোধ, চোরাচালান বন্ধ, দ্রুত পণ্য শুল্কায়ন এবং কাস্টমসের কাজে স্বচ্ছতা, শৃঙ্খলা ও অনিয়ম রোধে সচেষ্ট ছিলাম। কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এর সুফল হিসেবে এত রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যে রফতানি আয়ে রেকর্ড গড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ২০২০-২১ অর্থবছরে ভারতের ত্রিপুরা রাজ্যে পণ্য রফতানি করে ১৫০ কোটি টাকার বেশি আয় করেছে বন্দরটি।

তথ্যসূত্র: ডেইলি বাংলাদেশ