বর্তমান সরকার গ্রামেই শহরের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার (২৫ জুন) সেন্টার ফর গভর্ন্যান্স স্ট্যাডিজ (সিজিএস) আয়োজিত ‘বাংলাদেশ কি বৈষম্যমূলক পুনরুদ্ধারের পথে?’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থ বাজেটকে সামনে রেখে আয়োজিত মুক্ত আলোচনা অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, অর্থনীতিবিদ ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ প্রমুখ।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সরকার দেশের সবার ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে। বর্তমানে দেশের দুই-তৃতীয়াংশ মানুষ গ্রামে বাস করে। অথচ একসময় এই গ্রামকেই অবহেলা করা হতো। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরই গ্রামের মানুষের উন্নয়নে কাজ শুরু করেছে।
দেশের ঘোষিত বাজেট নিয়ে তিনি বলেন, লক্ষ্য পূরণে অটল থেকে কাজ করে যাচ্ছে সরকার। এবারের ঘোষিত বাজেট কিছুটা পলিশ করা দরকার।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট