চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় ১৪ দিনের লকডাউনের মধ্যে দর্শনা পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী পেয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন ৫০০ মানুষ।
সোমবার দুপুর ১২টার দিকে দর্শনা পৌরসভা চত্বরে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে এই খাদ্যসামগ্রী উপহার তুলে দেন প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, প্যানেল মেয়র মো. রবিউল ইসলাম সুমনসহ ৯ ওয়ার্ডের কাউন্সিলররা।
তথ্যসূত্র: যুগান্তর