দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। শনিবার (১০ এপ্রিল) ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বলেন, আমাদের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র মেরামতে আছে। বাকি সব তেল ও গ্যাস চালিত বিদ্যুৎকেন্দ্র চালু ছিল। তাই শনিবার রাত ৯টায় এই রেকর্ড হয়। ওই সময় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না।
উল্লেখ্য, এর আগে ৩ এপ্রিল রাত ৯টায় ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে রেকর্ড হয়েছিল।
এদিকে, ঢাকা থেকে ১৬০ কিলোমিটার দূরে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে তৈরি হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সরকারের অগ্রাধিকারভুক্ত এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে রাশিয়ার সহযোগিতায়। জানুয়ারি পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৩২ দশমিক ১ শতাংশ। সংশ্লিষ্টদের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে দেশের অন্যতম বৃহৎ এ প্রকল্পের কাজ।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে একটি কেন্দ্র থেকেই দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। পুরোদমে এ কেন্দ্রের উৎপাদন শুরু হলে ২৪ থেকে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। অর্থাৎ বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি কর্মসংস্থান হবে বিপুল জনগোষ্ঠীর।