জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালী জাতির স্বপ্নের ধারক। তিনি একটি স্বাধীন রাষ্ট্র গঠনের হাজার বছরের স্বপ্নের সফল বাস্তবায়ন করেন। তার বলিষ্ঠ নেতৃত্ব এবং বাঙালী জাতির আত্মমর্যাদা ও রাজনৈতিক অধিকার প্রশ্নে আপোষহীনতার কারণে তিনি বিশ্বের নিপীড়িত সকল মানুষের কাছেও অনুসরণীয় নেতা হিসেবে আরাধ্য হয়ে রয়েছেন। তিনি চারিত্রিক দিক থেকে ছিলেন জাতীয়তাবাদী, আচরণে ছিলেন গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িকতায় ছিলেন দৃঢ়প্রত্যয়ী। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশের এ উন্নয়নের অভিযাত্রা অনেক আগেই অর্জিত হতো। তার মহাপ্রয়াণের ৪৫ বছর পর বাংলাদেশ বিশ্ব সভায় অর্থনৈতিক সাফল্যের বিস্ময় হয়ে মাথা উচু করে দীড়িয়েছে। তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একনিষ্ঠ নেতৃত্ব ও অনন্য বিচক্ষণতা দিয়ে পিতার স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছেন। বাংলাদেশের মানুষকে আত্মমর্যাদাপূর্ণ জাতিতে রূপান্তরিত করতে মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন৷ তার নেতৃত্বে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে ধারণ করে সোনার বাংলা বিনির্মাণে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পর্যায়ক্রমে রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সরকারের চলমান তৃতীয় মেয়াদের প্রথম অংশের বাংলাদেশের উন্নয়নের কথা এবং ভবিষ্যতের স্বপ্নপূরণের পরিকল্পনা নিয়ে রচনা করা হয়েছে, “জন্ম শতবর্ষে উদীয়মান বাংলাদেশ”
Jonmmo Shotoborshe Udioman Bangladesh
ই-বুকটি ডাউনলোড করুন: link
https://drive.google.com/file/d/1wDnHTtkuLOzWMgg5E_GvHqjWMUwl9wUs/view