করোনা মহামারির মধ্যেও গণতন্ত্র সূচকে চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। বুধবার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে গণতন্ত্র সূচকে গ্লোবাল র্যাংকে বাংলাদেশের অবস্থান ৭৬তম। আর স্কোর হচ্ছে ৫ দশমিক ৯৯।
গতবছর বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৮৮। তখন বাংলাদেশের গণতন্ত্র সূচক ছিল ৮০তম। তার আগের বছর তালিকার ৮৮তম অবস্থানে ছিল বাংলাদেশ।
৬৮ অবস্থান নিয়ে বাংলাদেশের আগে রয়েছে শ্রীলঙ্কা। আর ভারত ৫৩তম।
ইআইইউ বলছে, মহামারিতেও গণতন্ত্রে বাংলাদেশ, ভুটান, পাকিস্তানসহ এশিয়ার কিছু দেশের স্কোরে উন্নতি হয়েছে। তারপরও বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ কর্তৃত্ববাদী শাসনের অধীনে রয়ে গেছে, যার মধ্যে একটি বড় অংশ চীনের বাসিন্দা।
তথ্যসূত্র: ইত্তেফাক