মধ্যপ্রাচ্যের সবজি স্কোয়াশ চাষ হচ্ছে নওগাঁর মাটিতে

উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সবজি স্কোয়াশ চাষ হচ্ছে নওগাঁর আত্রাই উপজেলা। শীতকালীন এই সবজি আবাদ করে মাত্র তিন মাসেই লাভের আশা করছেন কৃষক। এর মাধ্যমে উপজেলায় কৃষিতে যোগ হলো নতুন মাত্রা।

স্কোয়াশ কুমড়ার একটি ইউরোপীয় জাত। যা খেতে সুস্বাদু এবং ডায়াবেটিস, ক্যান্সার ও হার্টের রোগীদের জন্য খুবই উপকারী। এ জাতের কুমড়া মূলত উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাষ হয়। স্কোয়াশ দেখতে অনেকটা শসা আকৃতির। এটি শসার মতো লম্বা হলেও রং মিষ্টি কুমড়ার মতো। উচ্চ ফলনশীল জাতের এ সবজি তরকারি ছাড়া সালাদ হিসেবেও খাওয়া যায়।

কৃষক বাবু ও নাহিদ হোসেনে বলেন, স্কোয়াশ আবাদের সুবিধা হচ্ছে অল্প সময়ে এবং সাশ্রয়ী মূল্যে ফসল উৎপাদন করা যায়। এক বিঘা জমিতে যে পরিমাণ কুমড়া লাগানো যায় তার চেয়ে দ্বিগুণ স্কোয়াশ লাগানো সম্ভব। পূর্ণবয়স্ক একটি স্কোয়াশ গাছ অল্প জায়গা দখল করে। একেকটি গাছের গোড়ায় ৮ থেকে ১২টি ফল বের হয়। কয়েক দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয় এটি। বর্তমানে বাজারে প্রতি কেজি স্কোয়াশ বিক্রি হচ্ছে ৪০ টাকা।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন বলেন, স্কোয়াশ সবজি জাতীয় ফসল। যা কুমড়া ও ধুন্দল জাতীয় ফসলের ক্রস। দেশের প্রচলিত কোনো সবজির এমন উৎপাদন ক্ষমতা নেই। স্কোয়াশ চাষ সম্প্রসারণ করা গেলে কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে।
তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন