রুহুল আমীন খান, ময়মনসিংহ থেকে : আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) অন্তর্ভুক্ত ৪০৩ ব্যাটল গ্রুপের ৪৫ স্বতন্ত্র ফিল্ড কোম্পানি ইঞ্জিনিয়ার্স সেনা সদস্যরা ময়মনসিংহ শহরের বলাশপুরে ৫০টি দরিদ্র পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। গত বুধবার সকালে শারীরিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তারা। নিজেদের জন্য বরাদ্দকৃত রেশন থেকে সাশ্রয় করে সেখান থেকে দুস্থ ১৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দেশের এই দুর্যোগকালীন দরিদ্র পরিবারগুলোকে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের অধীনস্থ অন্তর্ভুক্ত ৪০৩ ব্যাটল গ্রুপ মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে জানান ৪০৩ ব্যাটল গ্রুপের মেজর রকিবুল হাছান। অসহায় পরিবারগুলো সেনা সদস্যদের এই খাদ্যসামগ্রী পেয়ে আনন্দিত। এমন মহতী উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানায় সুবিধাভোগী পরিবার। এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ সিটি করপোরেশন ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্বাছ আলী মণ্ডল, ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শামীমা আক্তার, সাবেক কাউন্সিলর লিয়াকত আলী প্রমুখ।
মেজর রকিবুল হাছান আরো জানান, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিনে ৩ সহ¯্রাধিক পরিবারকে শুকনো খাবার, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধ ও সহায়-সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থ জনসাধারণের মাঝে জরুরি সাহায্য হিসেবে বিভিন্ন প্রকার ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।