১০ টাকা কেজি দরে চাল দেবে সরকার

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুকি এড়াতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে বলা হয়েছে কেউ যেনো অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়। ইতিমধ্যে অনেকেই স্বেচ্ছা হোম কোয়ারেন্টাইনে চলে গছেন।

এ অবস্থায়, গোটা দেশ অবরুদ্ধ হয়ে পড়েছে। কিন্তু সময়ের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। তাই সরকারের পক্ষ থেকে দরিদ্র, শ্রমজীবী মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে কম দামে ডাল ও ভোজ্যতেল সর্বরাহের চিন্তাও রয়েছে।

অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।