আট মাসে ১২৫০ কোটি ডলারের রেমিট্যান্স: প্রবৃদ্ধির হার ২০ শতাংশ

ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ নগদ প্রণোদনা দেওয়ায় আগের চেয়ে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। ফলে চলতি অর্থবছরের প্রতি মাসেই আগের অর্থবছরের চেয়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা প্রায় ১৪৫ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি। তবে এটি চলতি বছরের জানুয়ারির চেয়ে ১১ শতাংশ কম। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে প্রায় এক হাজার ২৫০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। গতকাল রবিবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নগদ প্রণোদনার পাশাপাশি হুন্ডি প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের নানা পদক্ষেপ ও টাকার বিপরীতে ডলার কিছুটা শক্তিশালী হওয়ায় রেমিট্যান্সের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। তবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স কমার কারণ হিসেবে তাঁরা বলছেন, প্রতিবছরই ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ কমে যায়। এর কারণ অন্যান্য মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসের দিনের সংখ্যা কম অর্থাৎ ২৯ দিনের। এর ওপর শেষ দুই দিন সরকারি ছুটি ছিল।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, নগদ প্রণোদনা দেওয়ার খবরে চলতি অর্থবছরের শুরু থেকে বেশি বেশি রেমিট্যান্স পাঠিয়ে আসছেন প্রবাসীরা। চলতি অর্থবছরের প্রতি মাসেই আগের অর্থবছরের একই মাসের চেয়ে অধিক হারে রেমিট্যান্স বেড়েছে। যেমন চলতি অর্থবছরের জুলাইয়ে ১৫৯ কোটি ৭৬ লাখ ডলারের রেমিট্যান্স পাঠান প্রবাসীরা; যা গত অর্থবছরের জুলাই মাসে ছিল ১৩১ কোটি ৮১ লাখ ডলার। এরপর গত আগস্টে ১৪৪ কোটি ৪৭ লাখ ডলারের রেমিট্যান্স আসে; যা গত অর্থবছরের আগস্টে ছিল ১৪১ কোটি ১০ লাখ ডলার। সেপ্টেম্বরে আসে ১৪৭ কোটি ৬৯ লাখ ডলার, যা গত অর্থবছরের সেপ্টেম্বরে ছিল ১১৩ কোটি ৯৬ লাখ ডলার। অক্টোবরে আসে ১৬৩ কোটি ৯৬ লাখ ডলার, গত অর্থবছরের অক্টোবরে এসেছিল ১১৩ কোটি ৯৬ লাখ ডলার। নভেম্বরে রেমিট্যান্স আসে ১৫৫ কোটি ৫২ লাখ ডলার। এটি গত অর্থবছরের একই মাসের চেয়ে প্রায় ৩২ শতাংশ বেশি। গত অর্থবছরের নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ডলার। আর গত বছরের শেষ মাস ডিসেম্বরে ১৬৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা ছিল এক মাসের হিসাবে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। ২০১৮ সালের ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ১২০ কোটি ৬৯ লাখ ডলার। এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে ১৬৩ কোটি ৮৫ লাখ ডলারের রেমিট্যান্স আসে, যা গত বছরের জানুয়ারির চেয়ে ২.৫৮ শতাংশ বেশি ছিল। তবে এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ ১৭৪ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স আসে ২০১৯ সালের মে মাসে। সব মিলিয়ে চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-জানুয়ারি) এক হাজার ২৪৯ কোটি ৮৬ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ২০.০৫ শতাংশ বেশি।

চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেটে রেমিট্যান্সে প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে এ জন্য তিন হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত ৬ আগস্ট বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করে। আর ২ অক্টোবর থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে তাত্ক্ষণিক ২ শতাংশ হারে নগদ প্রণোদনা কার্যকর হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, একক অর্থবছরে দেশে সর্বোচ্চ এক হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলারের রেমিট্যান্স আসে ২০১৮-১৯ অর্থবছরে। এর আগের অর্থবছরে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৪৯৮ কোটি ১৬ লাখ ডলার।