‘পানির ভয়ে দ্বীপবাসীকে আর ঘর ছাড়তে হবে না’

প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধের জন্য শাহপরীর দ্বীপের মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে। প্রতিবছর বর্ষায় প্লাবিত হয়ে এলাকা ছাড়তে হয় শত শত লোকজনকে। তবে দ্বীপবাসীকে আর পানির ভয়ে এলাকা ছাড়তে হবে না বলে ঘোষণা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

‘পানির ভয়ে দ্বীপবাসীকে আর ঘর ছাড়তে হবে না’শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শাহপরীর দ্বীপ পরিদর্শন করেন তিনি। এসময় প্রতিমন্ত্রী বলেন, ১২১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে শাহপরীর দ্বীপে ৩.৩৫ কিলোমিটার টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে। চলতি বছরের জুন মাসে কাজটি সম্পন্ন হবে। এর ফলে এই দ্বীপ আর প্লাবিত হবে না। এখানকার মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা শেষ হয়ে যাবে। বর্ষাকালে আর কাউকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে না।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শনিবার সকালে মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের নিয়ে নির্মাণাধীন সীমান্ত সুরক্ষা সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে টেকনাফের শাহপরীর দ্বীপের প্রতিরক্ষা বাঁধ। পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান, অতিরিক্ত মহাপরিচালক এ এম আমিনুল হক, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী মীর মোশারফ হোসেন, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্মামী প্রমুখ। আঞ্জুমানপাড়া ও শাহপরীর দ্বীপে বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।