দারিদ্র্যপীড়িত এলাকায় শিশুদের বিদ্যালয়ে অবস্থান নিশ্চিত করা ও ক্ষুধা নিবারণের লক্ষ্যে সরকারের গৃহীত ‘স্কুল মিল কার্যক্রম’ লক্ষ্মীপুরে চালু করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ‘দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং’ কর্মসূচির আওতায় এ ‘স্কুল মিল কার্যক্রম’ বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার(০৬) দুপুরে জেলার সদর উপজেলার চর রুহিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম সিআইপি।
এসময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এর মাধ্যমে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য নিয়মিত বিনামূল্যে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবারেরও ব্যবস্থা চালু হলো।