বাংলার পাট বিশ্বমাত: ফরাসী প্রকাশনায় বাংলাদেশ

গত মাসে সুইজারল্যান্ড গিয়েছিলাম বেশ কয়েকটি কাজ হাতে নিয়ে। ব্যস্ততার মাঝেই কেটে গেল ৮টি দিন। পাহাড়পর্বত, বরফ, চকলেট ইত্যাদি দেখা, সেফফি তোলা, ভিডিও করা এসব কিছুই করার সময় পাইনি। সময় পাইনি বন্ধু-বান্ধব কারো সাথে দেখা করারও।
অনেকগুলো কাজের মাঝে অন্যতম একটি কাজ ছিল বাংলার পাটপণ্যের বাজার গবেষণা। আর এর জন্য গিয়েছি নানান জায়গায় এবং সংগ্রহ করেছি নানান তথ্য ও উপাত্ত। একটি নমুনা ফটো গ্যালারীতে উত্তোলন করলাম। এটা করলাম এই কারণে যে, এটা আমাদের বুঝতে সহায়তা করবে “বাংলার পাট বিশ্বমাত” মানে কি!
আসুন সবাই মিলে বাজার গবেষণা করি।