বাজেট প্রবৃদ্ধি সহায়ক

সরকার-ঘোষিত প্রস্তাবিত বাজেটকে দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধি সহায়ক বাজেট বলে মনে করছে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউজ কুপার্স (পিডব্লিউসি)

সরকার-ঘোষিত প্রস্তাবিত বাজেটকে দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধি সহায়ক বাজেট বলে মনে করছে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউজ কুপার্স (পিডব্লিউসি)। প্রতিষ্ঠানটি মনে করছে, প্রস্তাবিত বাজেট অনুযায়ী অগ্রগতি চলমান থাকলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এর সুফল মিলবে। নতুন ভ্যাট আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় প্রাথমিকভাবে কিছুটা ধাক্কা লাগলেও তা ‘হজম’ করতে পারলে দীর্ঘ মেয়াদে তা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে পিডব্লিউসির নিজস্ব কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের আয়কর, ভ্যাট ও শুল্কসংক্রান্ত পরিবর্তন নিয়ে সাংবাদিকদের কাছে নিজেদের পর্যালোচনা তুলে ধরে প্রতিষ্ঠানটি। এতে স্বাগত বক্তব্য দেন অর্থনীতিবিদ ও পিডব্লিউসির বাংলাদেশ অফিসের ম্যানেজিং পার্টনার ড. মামুন রশীদ।

আয়কর ও ভ্যাট বিষয়ে পর্যালোচনা তুলে ধরেন পিডব্লিউসির পার্টনার (ট্যাক্স অ্যান্ড রেগুলেটরি সার্ভিস) সুস্মিতা বসু ও পুলক সাহা। এ সময় বাজেটে নেওয়া বিভিন্ন পদক্ষেপে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করেন তারা। বিশেষত আয়কর খাতে কোম্পানির স্টক লভ্যাংশ প্রদানকে নিরুত্সাহিত করতে নতুন করে ১৫ শতাংশ কর আরোপ করা ও কোম্পানির অর্জিত আয়ের ওপর পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি হলে তার ওপর ১৫ শতাংশ হারে কর কর্তনের সিদ্ধান্তকেও ইতিবাচক হিসেবে অভিহিত করা হয়। তবে কোম্পানির টার্নওভারের ওপর সর্বনিম্ন কর আরোপ ও উেস কর কর্তনে ব্যর্থ হওয়া কোম্পানির ওপর করপোরেট হারে কর আরোপের কারণে বিদেশি বিনিয়োগ নিরুত্সাহিত হতে পারে কি না— সে প্রশ্নও তুলেছে।

কালো টাকা বিনিয়োগে সত্ করদাতাদের শাস্তি ও অসত্ করদাতাদের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে কি না— এমন প্রশ্নে পিডব্লিউসির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি সাধারণ বাস্তবতা। মানুষ ক্ষুব্ধ হলেও এ ক্ষেত্রে সরকারের কোনো বিকল্প নেই। তবে পাঁচ বছর পর মানুষের ক্ষোভ থাকবে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিডব্লিউসির ট্যাক্স অ্যান্ড রেগুলেটরি সার্ভিসের ম্যানেজার প্রবীর মিত্র, পরিচালক ইয়ামিন জাহাঙ্গীর, সহকারী পরিচালক সাহাদাত হোসেন প্রমুখ।