দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে রোলমডেল বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী পর্যালোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও সমন্বিত প্রস্তুতি থাকায় ঘূর্ণিঝড় ফণীতে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে। তবে শক্তিশালী পূর্ব প্রস্তুতি গড়ে তুলতে দুর্যোগের ক্ষেত্রে বাজেট বাড়াতে হবে। মানুষ এখন ত্রাণ চায় না, স্থায়ী বেড়িবাঁধ চায়। বাঁধগুলো আরো উচু ও টেকসই করে তৈরি করতে হবে। বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের জন্য মনিটরিং টিম গঠন এবং দুর্যোগকালীন স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা রাখা প্রয়োজন। দুর্যোগ বিমা চালু, মফস্বল পর্যায়ের কমিউনিটি রেডিওকে আরো সক্রিয় এবং কমপক্ষে আরো আড়াই হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে। সাইক্লোন সেন্টারগুলোতে সুপেয় পানির ব্যবস্থা এবং উপকূলীয় ও বন্যাপ্রবন এলাকায় মুজিব কেল্লা ও সাইক্লোন শেল্টার নির্মাণে আরো দ্রুত নীতিনির্ধারণী পদক্ষেপ জরুরী। গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ফণী পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে পর্যালোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

ঘূর্ণিঝড় ফণিতে সৃষ্ট সমস্যা উত্তরণে সমন্বিত উদ্যোগ বাবায়নে ঐক্যমত পোষণ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেন, দূর্যোগ মোকাবিলায় সু-সমন্বিত ব্যবস্থা থাকায় সফলতার সঙ্গে ফণি মোকাবেলা করা সম্ভব হয়েছে। তারপরও যে সব সমস্যা চিহ্নিত করা গেছে, তা সমাধানে নানা উদ্যোগ নেওয়া যেতে পারে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বাঁধ সংস্কারের ক্ষেত্রে সমন্বিত পদক্ষেপ জরুরী। ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো নির্মাণের ব্যবস্থা দরকার। সাইক্লোন শেল্টারগুলো আরো মজবুত করে নির্মাণ করতে হবে। দুর্যোগের সময় সঠিক তথ্য পরিবেশনে গণমাধ্যমকে আরো সতর্ক ভূমিকা পালন করতে হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, যে কোনো পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখতে হবে। যোগাযোগ হলো সমন্বয়ের মূল হাতিয়ার। যখন সেলুলার নেটওয়ার্ক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবে, তখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে জেলা শহরগুলোতে সংযোগ বজায় রাখা সম্ভব হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কে আবহাওয়া বিষয়ক স্যাটেলাইট হিসেবে প্রস্তুত করা যায় কিনা- তাও ভেবে দেখতে হবে?

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান দুর্যোগ বীমা চালু করার প্রস্তাব দিয়ে বলেন, আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বাড়াতে আরো আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করতে হবে? তিনি বলেন, ৫৫০টি মুজিব কেল্লা নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছি। এ জন্য আরো বাজেট দরকার। নতুন করে আরো ২ হাজার ৫শ’ সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমানসহ কোস্টগার্ডের মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক প্রমুখ বক্তব্য রাখেন।