আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের প্রায় দুই হাজার ৫ ‘শ’ কোটি টাকা ব্যয় বৃদ্ধিসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ৬ হাজার ৪৪৮ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৪১৬ কোটি ১৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৭ কোটি ৯৮ লাখ টাকা খরচ করা হবে। গতকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিস্তারিত জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি শিশু পরিবার এবং ছোট মনি নিবাস পুননির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, এখন থেকে এতিমদের ২৪ বছর পর্যন্ত আবাসন সুবিধাসহ তাদের কারিগরি শিক্ষা দেয়া হবে। যেন তারা পরিপূর্ণভাবে লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াতে পারে। পরিকল্পনামন্ত্রী বলেন, এখন আমরা আর এতিমখানা বলি না আমরা বলি ছোটমনি নিবাস। বর্তমানে ছোটমনি নিবাসে ১৮ বছর পর্যন্ত শিশুদের রাখা হয়। এখন থেকে যেন ২৪ বছর পর্যন্ত এখানে থাকা যায় তার ব্যবস্থা নিতেই প্রধামন্ত্রী নির্দেশনা দিয়েছে। এ প্রকল্পটির জন্য ব্যয় হবে ২৯৬ কোটি ৭২ লাখ টাকা।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, বাংলাদেশ তাঁত বোর্ডের আওতায় ৫ টি বেসিক সেন্টারে ৫ টি প্রশিক্ষণ কেন্দ্র, ১টি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং ২টি মার্কেট প্রমোশন কেন্দ্র স্থাপন’ প্রকল্পটির বিষয়ে প্রধানমমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, এ প্রকল্পের আওতায় এখনো যে সমস্ত জেলায় তাঁত শিল্প উন্নয়নে বাদ গেছে সে এলাকাগুলোতে তাঁত শিল্প বিকাশে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১১৭ কোটি টাকা।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নিমিত্ত ভূমি অধিগ্রহণ প্রকল্প। ডেসকো এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সরবরাহ ও স্থাপন প্রকল্প। ড. এম. এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর স্থাপন প্রকল্প। হাইটেক পার্ক, সিলেট এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্প। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প। সোনাপুর হতে চেয়ারম্যানঘাট সড়ক উন্নয়ন প্রকল্প। বীরগঞ্জ-খানসামা-দাড়োয়ানী, খানসামা-রাণীবন্দর এবং চিরিরবন্দর-আমতলী বাজার জেলা মহাসড়কে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর সড়কের ১৪ কিলোমিটারে পিসি গার্ডার নির্মাণ ও ৭ দশমিক ৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প। ঢাকা জেলার দোহার উপজেলাধীন মাঝিরচর থেকে নারিশাবাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদি ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ প্রকল্প।