শিবচরে ভিজিএফের চাল পেল ২৩ হাজার পরিবার

ঈদুল ফিতর উপলক্ষে মাদারীপুরের শিবচরে ২৩ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শিবচর পৌরসভা চত্বরে পৌরসভার ৪ হাজার ৬২১ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আওলাদ হোসেন খান। এদিন পরিবার প্রতি ১০ কেজি হারে ৪৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

এ সময় পৌরসভার কাউন্সিলর হানিফ খালাসী, আক্তার হোসেন খান, অহিদুজ্জামান শাকিল, রাজা মিয়া, নওয়াব বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদ উপলক্ষে এ বছর শিবচর উপজেলায় ২৩ হাজার ৩৭৫ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। পরিবার প্রতি ১০ কেজি করে এ উপজেলায় ২৩৩.৩৭৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান বলেন, হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী ও আমাদের এমপির পক্ষ থেকে এ অনুদান ঈদ উপহার।