চলতি অর্থবছর প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫০ শতাংশ

চলতি ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) হবে ৬ দশমিক ৫০ শতাংশ। বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’-এ এ দাবি করা হয়েছে। ওয়াশিংটন থেকে বুধবার প্রতিবেদনটি প্রকাশ করে বিশ্বব্যাংক। এর আগে ৬ দশমিক ৪০ প্রবৃদ্ধি হবে বলে জানুয়ারি মাসে জানিয়েছিল বহুজাতিক এ দাতা সংস্থাটি। মার্চ মাসে সংস্থাটির পক্ষ থেকে ৬ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধির ধারণা দেয়া হয়। অর্থবছরের শেষ প্রান্তে এসে কিছুটা বাড়িয়ে সাড়ে ছয় শতাংশ প্রবৃদ্ধি হবে বলে জানাল বিশ্বব্যাংক। তবে বাংলাদেশের প্রবৃদ্ধির তথ্য দিয়ে সমালোচনার মুখে পড়া সংস্থাটির পূর্বাভাসে সামান্য হেরফের হলেও সরকারের প্রাথমিক হিসাবের সঙ্গে বড় ধরনের পার্থক্য থেকেই গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পক্ষ থেকে অর্থবছরের প্রথম ৯ মাসের গতি-প্রকৃতি পর্যালোচনা করে এবার ৭ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে দাবি করা হয়েছে। অবশ্য দক্ষিণ এশিয়ায় চলতি বছর প্রবৃদ্ধির হার সামান্য বাড়বে বলে ধারণা দিয়েছে বিশ্বব্যাংক। এ বিষয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৩০ শতাংশ। এর পরই বাংলাদেশের অবস্থান থাকবে।