বাংলাদেশের অগ্রগতির প্রশংসায় আইএলও আইওএম

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। গতকাল রবিবার এ দুই সংস্থার প্রতিনিধিরা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে এ প্রশংসা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর তুয়োমো পোওতিয়াইনেন ও আইওএমের মিশনপ্রধান জর্জ গিগাওরি গতকাল পরিচয়পত্র পেশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী তাঁদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক আর্থসামাজিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। এ ছাড়া তিনি বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আইওএম বাংলাদেশ এক টুইট বার্তায় লিখেছে, আইওএমের মিশনপ্রধান জর্জ গিগাওরি অভিবাসীদের অধিকার সুরক্ষার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে আইএলও বাংলাদেশ এক টুইট বার্তায় বলেছে, নতুন কান্ট্রি ডিরেক্টর তুয়োমো পোওতিয়াইনেন দীর্ঘ ১৯ বছর আইএলওর হয়ে ফিলিপাইন, সুইজারল্যান্ড, কম্বোডিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশে কাজ করেছেন।