তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বারুইপাড়ার পরিতোষ দাশের পুত্র মিলন দাশ (৪৭) কলা চাষ করে সাবলম্বী হয়েছেন। বর্তমানে তার জমিতে ৪শত এর অধিক কলা গাছ আছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, মাগুরা ইউনিয়নের বারুইপাড়া খালের পাড়ে বিশাল আকার কলার বাগান করেছেন মিলন দাশ। বর্তমানে তার বাগানে ২২০ এর অধিক গাছে কলার কাঁধি আছে। তিনি বলেন ১বৎসর আগে আমার সংসারে অনেক অভাব ছিলো। আমাদের জমিতে পানি উঠে তলিয়ে যেত। কোন ফসল হতো না। ২০১৭ সালে খাল খনন হওয়ার ফলে এখন আর পানিতে তলিয়ে যায় না। বৎসরে ২/৩টি ফসল হয়। খাল পাড়ে আমার জমি আছ। খাল কাটা মাটির উপরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেষ দেবনাথ এবং উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের পরামর্শে সেই উচু জমিতে প্রথমে ১০ কাটার মত কলা গাছ লাগাই। কলা গাছ থেকে কলা প্রথম চালানে ২০ হাজার টাকার অধিক কলা বিক্রি করি। ভাল ফলন হওয়ার পরে আরও ১ বিঘার অধিক জমিতে কলা গাছ লাগিয়েছি। বর্তমানে আমার বাগানে যে কলা আছে তাহা ৫০ হাজার টাকার বেশী বিক্রি হবে। আমার বাগানে কোন খরচ নাই। তাহা ছাড়া বেগুন, টমেটো ও বরবটি সহ নানান জাতের ফসল জমিতে লাগিয়েছি। তিনি আরও বলেন, আমার স্ত্রী পূনিমা ও ২ মেয়েদের নিয়ে খুবইয় খুশি আছি। মেয়ে পার্বতী ও জতি উভয়ে লেখা পড়া করছে। বড় মেয়ে পার্বতী বলেন, আমার বাবা খুব ভাল মানুষ, আগে আমাদের লেখা পড়ার খরচ যোগাতে বাবার অনেক কষ্ট করতে হয়েছে। এখন কলা বিক্রি করে আমাদের পড়াশুনার খরচ করতে কোন অসুবিধা হচ্ছে না। তাহাছাড়া সংসারেও সচ্ছলতা ফিরে এসেছে।
মিলন দাশ আরও বলেন,আমার কলা বাগানের সফলতা দেখে অনেকেই কলা বাগান করতে শুরু করেছে।