সাতক্ষীরার আম রপ্তানি শুরু হচ্ছে আজ। গতকাল রাত শেষে রপ্তানির জন্য বাছাইকৃত বাগানের আম ভাঙা শুরু করেন চাষিরা। আজ সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম রপ্তানি কর্মসূচির উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে সাতক্ষীরার আম দেশের গ-ি পেরিয়ে যাবে ইউরোপের বাজারে।