রমজানে রাজধানীতে বিশুদ্ধ খাবার পানির পর্যাপ্ত সরবরাহ থাকবে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। সকালে ওয়াসা ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
জানান, রাজধানীতে পানির চাহিদা ২৩৫ কোটি লিটার, যার সমপরিমাণ ওয়াসা উৎপাদন করছে। সায়েদাবাদ, চাঁদনীচক, নারায়ণগঞ্জ পানিশোধনাগার এবং ৮২৩টি গভীর নলকূপের সাহায্যে প্রতিদিন পানির উৎপাদন হচ্ছে ২৪৫ কোটি লিটার। বিদ্যুৎ বিভ্রাট না হলে পানির তেমন সংকট হবে না বলেও জানান তিনি।