প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প যাচাই-বাছাই শেষে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ভাড়ার টাকায় বস্তিবাসীদের মাঝে ফ্ল্যাট বিতরণ করা হবে। রাজধানীর মিরপুরে হাউজিং এস্টেট এলাকায় ছিন্নমূল বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক বহুতল আবাসিক ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ৬৫৭ বর্গফুট আয়তনের ১ হাজার ৫৩টি আবাসিক ফ্লাট নির্মাণ করা হবে। যারা ফ্ল্যাট বরাদ্দ পাবেন তাদের প্রতিদিন ২২৫ টাকা ১১ পয়সা হিসাবে কিস্তি দিতে হবে। এভাবে ২৫ বছর কিস্তি দেয়ার পর ফ্লাটের মালিক হবেন ভাড়াটিয়া। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২০৫ কোটি ১০ লাখ টাকা। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের পর জানুয়ারি ২০১৮ থেকে জুন ২০২০ সালের মধ্যে বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সম্পূর্ণ সরকারি অর্থায়নে তা বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জাতীয় সংসদে বলেছিলেন, দৈনিক ২২৫ টাকা ১১ পয়সা কিস্তি দিয়ে ফ্লাটের মালিক হতে পারবেন দরিদ্র মানুষেরা। এসব ফ্লাটের আয়তন ৬৫৭ বর্গফুট, যার বিক্রয় মূল্য ২০ লাখ ২৬ হাজার টাকা। ২৫ বছর মেয়াদে মাসিক বা দৈনিক কিস্তিতে এর মূল্য মেটানো যাবে। সম্পাদনা : হাসিবুল ফারুক চৌধুরী