নলছিটিতে মডেল ইউনিয়ন গড়তে সমৃদ্ধি প্রকল্প

সমৃদ্ধি প্রকল্পের মাধ্যমে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠিকে মডেল ইউনিয়ন গড়তে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক। তারা এখানে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যুব সমাজের আত্ম-উপলব্ধি ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য কুলকাঠি ইউনিয়নে হতদরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে ২০১৪ সালের জুলাই মাস থেকে সমৃদ্ধি ইউনিয়ন গড়তে কাজ  শুরু করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) । ওই প্রকল্পের আওতায় ইতোমধ্যে শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি এ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেছেন। শতভাগ শিক্ষার্থী স্কুলগামী করতে ২৩টি বৈকালীন শিক্ষাকেন্দ্র স্থাপন করে ঝরে পড়া প্রতিরোধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৬৫৩ জন। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্ট্যাটিক ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে হতদরিদ্র ৮৭ জন দৃষ্টি প্রতিবন্ধীর চক্ষুর ছানি অপারেশন করা হয়েছে। স্বাস্থ্যসেবা কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য ৭ জন সেবিকা কাজ করেন। এ ইউনিয়নকে সাঁকোমুক্ত করতে ৯টি কাঠের পুল নির্মাণ করা হয়েছে। স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে দুইশত স্বাস্থ্যসম্মত লেট্রিন বিতরণ করা হয়। এভাবে নানামুখী উদ্যোগ গ্রহণ করে সমৃদ্ধিশালী ইউনিয়ন গড়তে কাজ চলছে। এ কার্যক্রম জনগণের সামনে উপস্থাপনের জন্য গত ১৪ ও ১৫ জানুয়ারি কূলকাঠী ইউনিয়ন পরিষদ চত্বরে দুই দিনব্যাপী সমৃদ্ধি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। সেখানে পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও তার সহধর্মিণী উপস্থিত ছিলেন। এ সময় স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য পাওতা গ্রামের এছাহাক উদ্দিন খলিফা, দেলদুয়ার গ্রামের মো. রফিকুল ইসলাম, বারইকরণ গ্রামে মো. মিজানুর রহমানকে মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান করা হয়। ভিক্ষাবৃত্তি পেশা ছেড়ে দেয়া মো. মুচ্ছাবর মাঝি, আবদুস ছত্তারকে উত্তোরীয় পরানো হয়। কুলকাঠি ইউপি প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম জানান, সমৃদ্ধি প্রকল্পের মাধ্যমে মডেল ইউনিয়ন গড়ার কাজ চলছে।

 

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম জানান, কুলকাঠি ইউনিয়ন ঝালকাঠি জেলার একটি মডেল। এখানে শতভাগ মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ক্ষুদ্রা-দারিদ্র মুক্ত করতে নানামুখী কার্যক্রম চলমান রয়েছে। এ ইউনিয়ন বাংলাদেশের সর্বপ্রথম ভিক্ষুকমুক্ত ইউনিয়ন। ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, পিকেএসএফ অর্থায়নে সমৃদ্ধি প্রকল্পের কার্যক্রম অত্যন্ত ভালো। এ কার্যক্রম প্রশংসার দাবি রাখে। এ কার্যক্রম জেলার অন্যান্য ইউনিয়নে সম্প্রসারণ করা হলে ঝালকাঠিকে মডেল জেলা করা সম্ভব হতো।