রমজানে খোলা বাজারে সাশ্রয়ী মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করবে টিসিবি

আসন্ন রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে খোলা বাজারে সাশ্রয়ী দরে পণ্য সামগ্রী বিক্রি করবে টিসিবি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে।
সংসদীয় কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মো. ছানোয়ার হোসেন, লায়লা আরজুমান বানু ও মোহাম্মদ হাছান ইমাম খাঁন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ইপিবির ফান্ড ও ট্যারিফ কমিশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জানানো হয়, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে টিসিবির পরিকল্পনা অনুয়ায়ী চিনি ২ হাজার মেট্রিক টন, মশুর ডাল ১ হাজার ৫ শ মে. টন, তেল ১ হাজার মে. টন, ছোলা ১ হাজার ৯৫৫ মে. টন এবং খেঁজুর ১ শ মে. টন ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরো বলা হয়, অস্ট্রেলিয়া হতে আমদানিকৃত ছোলা ও মশুর ডাল অতি দ্রæত চট্টগাম বন্দরে এসে পৌঁছাবে এবং তা খালাস করে টিসিবির সকল আঞ্চলিক কার্যালয়গুলোতে গুদামজাত করা হবে। আর রমজান উপলক্ষে সকল বিভাগীয় ও জেলা শহরগুলোতে ১৮৭টি ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য ভোক্তা সাধারণের নিকট বিক্রয় করার পরিকল্পনা রয়েছে। ডিলারের মাধ্যমে ভোক্তাসাধারণের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হবে।
এ বিষয়ে আলোচনা শেষে রমজান মাসে পণ্যসামগ্রীর মূল্য যাতে স্থিতিশীল থাকে সে ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নিয়মিত বাজার তদারকি কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে।