পঞ্চগড়ে পেঁয়াজ চাষে ঝুঁকছেন কৃষকরা

 

দেবীগঞ্জের সোনাহার গ্রামের কৃষক আ. হাকিম পরিবর্তন ডটকমকে জানান, তিনি গত বছর দেড় বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছিলেন। এতে ৫৫ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছিল। গত বছর তিনি ভালোই লাভ পেয়েছেন। এ বছর তিনি ২ বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছেন। এ বছর আবহাওয়া ভালো থাকায় আশা করছেন ৭০ মণ পেঁয়াজ উৎপাদন হবে।

 

যদি ভারতীয় পেঁয়াজ না আসে তবে ভালো দাম পাবে।

একইভাবে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের সেনপাড়া গ্রামের কৃষক পরেশ চন্দ্র সেন জানান, পেঁয়াজ চাষ লাভজনক ফসল তিনি দীর্ঘদিন ধরে পেঁয়াজ চাষ করে আসছেন। এ বছর তিনি ৩ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। আবাদ মোটামুটি ভালোই হয়েছে বলে জানালেন তিনি।

 

পেঁয়াজ চাষি তোফাজ্জল হোসেন, আফছার উদ্দিন পরিবর্তন ডটকমকে জানান, যদি ভারত থেকে পেঁয়াজ না আসে তবে পেঁয়াজের ভালো দাম পাবেন তারা।

তারা বলেন, বিঘাপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা পেঁয়াজ চাষে খরচ হয়। আর এক বিঘা জমির পেঁয়াজ ৫০/৬০ হাজার টাকা বিক্রি করতে পারে।

 

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামছুল হক পরিবর্তন ডটকমকে বলেন, চলতি বছর জেলায় ১৩৪১ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে তন্মধ্যে দেবীগঞ্জ এলাকায় বেশি। এখানে ৮১০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। গত বছর জেলায় ১২৮১ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছিল।

তিনি বলেন, চলতি বছরে পেঁয়াজের চাষ ভালো হয়েছে, ভালো দাম পেলে কৃষকরা লাভবান হবেন এবং আগামী বছর পেঁয়াজ চাষ বৃদ্ধি পাবে।