পটুয়াখালীতে মাটি ছাড়া বিদেশি ফুল চাষে সফলতা পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এর ফলে বাড়ির ছাদে বানিজ্যিকভাবে ফুল চাষ করা সম্ভব বলছেন বিজ্ঞানীরা। এছাড়া বিদেশি ফুলের আমদানি কমার পাশাপাশি ফুলের বাজার আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তারা।
অনেকেই বাড়ির ছাদে মাটি ছাড়াই পানি আর নির্দিষ্ট কিছু রাসায়নিক পদার্থ দিয়ে চাষ করচ্ছে বিদেশি নানা জাতের ফুল। এমনটাই দেখা মেলে পটুয়াখালীর লেবুখালীতে কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে।
এপর্যন্ত লিলিয়াম, জারবেরা, গ্লাডিওলাস এর মত বিদেশি জাতের ফুল হাইড্রোপনিক চাষে সফলতা মিলেছে। বিজ্ঞানীরা বলছেন, পরীক্ষামূলক ভাবে চাষ করা এই ফুলের গুণগত মানও ফলন ভালো।
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, অল্প বিনিয়োগে হাউড্রপনিক পদ্ধতিতে ফুল চাষ করে বাণিজ্যিকভাবে সফলতা অর্জন সম্ভব।
এতে বিদেশি ফুলের আমদানি কমার পাশাপাশি ফুলের বাজার আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।