আমি মনে করি যে, নারীদের যে সফলতা, সেটা তারা নিজেদের যোগ্যতায় অর্জন করেছে। সকল প্রতিকূল পরিস্থিতিতে জয়ী হয়ে সফলতার দ্বারে পৌঁছাতে পেরেছে নারী। আজকে নারীদের যে জায়গাটা সেটা তারা নিজেরাই তৈরি করেছি। কিন্তু তারপরও আমি মনে করি না যে, পরিপূর্ণভাবে সফলতায়, যে সফলতায় আমরা সন্তুষ্ট হতে পারব, সেখানে আমরা পৌঁছাতে পেরেছি। আমাদের প্রতিকূলতা যেগুলো আগেও ছিল এখনও আছে। প্রতিকূলতা গুলো বাড়ছে বৈ কমছে না । এর মধ্য দিয়েও নারীদের সফলতা কিন্তু ক্রমবর্ধমান। এ সফলতা বাড়ার কারণ তারা নিজেরাই। তাদের শক্তি, তাদের সাহস, তাদের আত্মবিশ্বাসই তাদেরকে সফলতার দ্বারে পৌঁছে দিয়েছে। ভবিষ্যতে নারীরা আরো এগিয়ে যাবে। এটা আমার বিশ্বাস।