সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারের অভাবনীয সাফল্য

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারের অভাবনীয সাফল্যের ফলে দেশে দারিদ্র্যের হার হ্রাস পেযে ২৪ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। সরকারের বযস্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা কার্যক্রমের মাধ্যমে দারিদ্রতা নিরসনে যুগান্তকারী পদক্ষেপ রেখে চলেছে।সরকার নিরাপত্তা বেষ্টনীর আওতা বাডানোর ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল ভোগের সংখ্যা ৫৭ লাখ ৬৭ হাজারে দাঁডযিেেছ। বযস্ক ভাতা কর্মসূচির আওতায সরকার ৩৫ লাখ দরিদ্র ব্যক্তিকে মাসে ৫০০ টাকা করে দিচ্ছে। ১২ লাখ ৬৫ হাজার বিধবা বা স্বামী পরিত্যক্তা নারীর জন্য ৭৫৯ কোটি টাকা বরাদ্দ দেয সরকার। এছাডা ৮ লাখ ২৫ হাজার প্রতিবন্ধি মানুষকে মাসে ৬০০ টাকা করে ও ১০ লাখ অতিদরিদ্র নারীকে ৩০ কেজি চাল বিতরণসহ ৮ লাখ অতিদরিদ্র মাকে মাতৃত্বকালীন ভাতা দিচ্ছে সরকার। ২০২১ সালের মধ্যে সকলের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি জাতীয পেনশন ব্যবস্থা ও ২০১৮ সালে বেসরকারি সকল প্রতিষ্ঠানের পেনশন ব্যবস্থা চালু করার উদ্যোগ নিযেেছ সরকার।সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দেশকে আরো শক্তিশালী করে ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৫ শতাংশে নামিযে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আওযামী লীগ সরকার বদ্ধপরিকর।