আউশ চাষে ৪০ কোটি কৃষি উপকরন সহায়তা দেবে সরকার

আউশ ধানের উৎপাদন বাড়াতে দেশের ২ লাখ ৩৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৪০ কোটি টাকার বীজ ও রাসায়নিক সার দেবে সরকার। গতকাল সচিবালয়ে খরিফ মৌসুমের জন্য আউশ ধানে প্রণোদনা কর্মসূচি ঘোষণাকালে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান। এ সময় কৃষিসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহসহ কৃষিমন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতিয়া চৌধুরী বলেন, দেশের ৬৪ জেলার কৃষকদের উফশী আউশের জন্য ৩২ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ১৭০ টাকা এবং ৪০ জেলার কৃষকদের নেরিকা আউশ আবাদে সাত কোটি ২৯ লাখ ৩০ হাজার ৭৫ টাকা বীজ ও সার বিতরণ করা হবে। আউশ ধানে এই প্রণোদনার ফলে ৮২ হাজার ৫৭৪ মেট্রিক টন ধান এবং এক লাখ ২৪ হাজার ৬৯৯ টন খড় উৎপাদন হবে। এতে আয় হবে ৩৪২ কোটি ৭৬ লাখ ৯৮ হাজার টাকা। এক টাকা খরচ করে ৮ দশমিক ৬৫ টাকা আয় হবে। বর্তমান সরকার ২০০৮-০৯ অর্থ বছর থেকে ২০১৬-১৭ অর্থ বছর পর্যন্ত ৫৮৯ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ৪৬২ টাকা কৃষি পুনর্বাসন ও প্রণোদনা সহায়তা দিয়েছে বলেও জানান মতিয়া।

এ সব বীজ ও সার বিতরণে মোট খরচ হবে ৩৯ কোটি ৬২ লাখ ৮৩ হাজার ২৪৫ টাকা। এই প্রণোদনার ফলে দুই লাখ ৩৭ হাজার ১৮২ বিঘা জমিতে আউশ ধান চাষ করা যাবে। উফশী ধানের ক্ষেত্রে এক বিঘা জমির জন্য পাঁচ কেজি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সহায়তা দেওয়া হবে। এতে বিঘা প্রতি ব্যয় হবে এক হাজার ৫৯৭ টাকা ৫০ পয়সা। নেরিকা আউশ ধান চাষে একজন কৃষককে এক বিঘা জমির জন্য পাঁচ কেজি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এবং সেচ খরচ বাবদ ৫০০ টাকা ও আগাছা দমনের জন্য আরও ৫০০ টাকা পাবেন। এতে বিঘা প্রতি ব্যয় হবে দুই হাজার ১১৫ টাকা।

কৃষিসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, এখন মাঠে বোরো ধান আছে, বোরো কাটার সঙ্গে সঙ্গে যেন কৃষকরা আউশ চাষ করতে পারে সেজন্য আগেই এই প্রণোদনা কর্মসূ্চি শুরু করা হয়েছে। এবার এক কোটি ৯০ লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।