বিএসএমএমইউতে চালু হলো অটোমেশন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে অটোমেশন কার্যক্রম এবং আধুনিক অর্থ হিসাব ও অডিট দফতর। রবিবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লক অডিটোরিয়ামে কোষাধ্যক্ষ অফিস, অর্থ ও হিসাব, অডিট দফতরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। এতে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব, অডিট দফতরের কাজের স্বচ্ছতা এবং গতিশীলতা আরও জোরদার হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া স্বপন। রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (অর্থ, হিসাব ও অডিট) মোঃ আবদুস সোবহান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, সবকিছু ডিজিটাল কার্যক্রমের আওতায় অবশ্যই আনতে হবে। বর্তমান বিশ্ব ডিজিটালাইজড বিশ্ব। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার উপর গুরুত্বারোপ করেছেন। ডিজিটাল কার্যক্রমের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব, আডিট অফিসে অটোমেশন কার্যক্রম চালু করা হলো। পর্যায়ক্রমে এ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও অফিসসমূহকে অটোমেশন কার্যক্রমের আওতায় আনা হবে।

উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র, তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ বিভিন্ন খাতসহ ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছেনÑ যা আন্তর্জাতিকভাবেও সমাদৃত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অটোমেশন কার্যক্রম চালু হওয়াটাও বর্তমান সরকারেরই গুরুত্বপূর্ণ অবদান। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ও এক্ষেত্রে পিছিয়ে নেই। অটোমেশন কার্যক্রম চালু হওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হওয়ার পাশাপাশি সুদক্ষভাবে সততার সঙ্গে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল বলেন, অটোমেশন ও রেনোভেনশনের মাধ্যমে অর্থ ও হিসাব, অডিট বিভাগ অত্যাধুনিক করা হলো। এর মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনায় আরও বেশি করে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। শুরুতে অর্থ ও হিসাব বিভাগের হাজিরা কার্যক্রম ডিজিটাল প্রক্রিয়ায় আনা হলো এবং পর্যায়ক্রমে সব অফিসকে এ প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে। পরিচালক (অর্থ, হিসাব ও অডিট) মোঃ আবদুস সোবহান বলেন, অর্থ ও হিসাব, অডিট দফতরের সব কর্মকর্তা-কর্মচারীদের অফিসে নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য টাইম এ্যাটেনডেন্স এবং পেনশন গ্রহণকারীদের জন্য পেনশন সহজীকরণ ফরম চালু করা হয়েছে। সব শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীর ভবিষ্যত তহবিলের বাৎসরিক বিবরণী, বেতন বিবরণী, আয়কর সনদ স্ব-স্ব বিভাগে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।