ন্যাশনাল জিওগ্রাফিকের পুরস্কার পেলেন ২ বাংলাদেশি

ন্যাশনাল জিওগ্রাফিকের (ন্যাটজিও) ট্রাভেল ফটোগ্রাফিবিষয়ক এক প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন ২ বাংলাদেশি তানভীর হাসান রোহান ও মঈন আহমেদ। ন্যাটজিওর নিজস্ব ওয়েবসাইটে তাদের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে।প্রতিবছর এই পুরস্কারের আয়োজন করে ন্যাটজিও। নেচার, সিটিজ ও পিপলÑ এই তিন বিভাগে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিটি বিভাগেই আবার প্রথম তিন বিজয়ীর পাশাপাশি পিপলস চয়েস ও অনারেবল মেনশন ক্যাটাগরিতেও পুরস্কার দেওয়া হয়।

ন্যাটজিও জানায়, ‘ট্রাভেল ফটোগ্রাফার অব দি ইয়ার কনটেস্ট-২০১৭’ পিপল বিভাগে দুজন বাংলাদেশি পুরস্কার পেয়েছেন। তানভীর হাসান রোহান ‘পিপলস চয়েস’ বিজয়ী হয়েছেন। মঈন আহমেদ পেয়েছেন ‘অনারেবল মেনশন।’রোহানের ছবির শিরোনাম ‘স্যান্ড পোর্টার।’ ন্যাটজিওর জন্য ছবি-পরিচিতিতে আলোকচিত্রী রোহান লিখেছেনÑ এই ছবিটি বাংলাদেশের মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীর থেকে তোলা হয়েছে। বালুশ্রমিকরা নদীর ধারেই বালু বয়ে নিয়ে যাচ্ছিলেন ওই সময়। ছবিটি ৭৩৯ ভোট পেয়েছে।মঈন আহমেদের ছবির নাম ‘দ্য ম্যান’স স্টেয়ার। ছবি-পরিচিতিতে আলোকচিত্রী লিখেছেনÑ বাংলাদেশে এক বৃষ্টি¯œাত সকালে ঢাকা থেকে একটি ট্রেন গাজীপুরে টঙ্গি রেলওয়ে স্টেশনে আসছে। হঠাৎ আমি দেখলাম এক জোড়া কৌতূহলী চোখ আমার দিকে কাঁচ নামানো জানালা দিয়ে তাকিয়ে আছে। তার পাশেই মেলে ধরা একটি কালো ছাতা বৃষ্টি থেকে যাত্রীদের রক্ষা করছে। সব মিলিয়ে একটি স্বাপ্নিক মুহূর্ত যেন।