চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) কৃষি খাতে ছয় হাজার ২০৪ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করেছে ব্যাংক গুলো। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল পাঁচ হাজার ২৭২ কোটি টাকা। সে হিসেবে এ সময়ে কৃষি খাতে ৯৩২ কোটি টাকা বেশি বিতরণ হয়েছে। অর্থাত্ ঋণ বিতরণে প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৬৭ শতাংশ। বিতণকৃত এ ঋণ মোট লক্ষ্যমাত্রার ৩০ দশমিক ৪২ শতাংশ। অর্থাত্ বাকি আট মাসে ব্যাংকগুলো ৭০ শতাংশ ঋণ বিতরণ করলেই লক্ষ্য পূরণ হয়ে যাবে। তবে এর মধ্যেও বেশ কয়েকটি ব্যাংক ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা থেকে বেশ দূরে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
বাংলাদেশ ব্যাংক বলছে, কৃষি খাতে ঋণ বিতরণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের জোর তত্পরতা এবং ব্যাংকগুলোর উদ্যোগের কারণেই বেশি পরিমাণ ঋণ বিতরণ সম্ভব হয়েছে। অগ্রাধিকার খাত হিসেবে এ খাতে ঋণ বিতরণ বাড়াতে বিভিন্ন সময়ে ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দেওয়া হচ্ছে। আর ব্যাংকগুলোর দেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ না হলে জরিমানারও ব্যবস্থা করা হয়েছে। এসব কারণেই কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে।