দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চায় বাংলাদেশ। দেশের সব মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে বাড়াতে চায় মাছ-মাংসের উৎপাদনও। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এ তথ্য জানান। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের গত ৮ বছরে মাছ, মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধির চিত্র তুলে ধরেন। আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে দেশে একটি ডেইরি বোর্ড প্রতিষ্ঠাসহ নীতি সহায়তা বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে আইন প্রণয়নের কাজ চলছে। তিনি আরও জানান, সর্বোচ্চ চারটি পর্যন্ত গরু কেনার জন্য জনপ্রতি ২ লাখ টাকা করে ১৭৫ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আওতাধীন ১৩টি বাণিজ্যিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে গেল ২১ মাসে এ ঋণ দেয়া হয়। একই দলের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মৎস্যসম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থবছর মৎস্য অধিদফতরের আওতায় ১৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।