বিজলী মরিচ চাষে স্বাবলম্বী

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার নামুইট গ্রামের ইদ্রিস আলীর ছেলে কৃষক আবু সাঈদ মিলন বিজলী মরিচ চাষ করতে আগ্রহী হয়ে উঠে। সে মরিচ চাষ করার জন্য অন্যান্য মরিচ চাষির সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে মরিচ চাষ করার পরিকল্পনা করে। এ বছরের শরৎকালে কৃষক আবু সাঈদ মিলন ৫ বিঘা বর্গা জমিতে বিজলী ও বিজলী প্লাস জাতের মরিচের চাষাবাদ করেছেন। এতে তার ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ টাকা। দেড় মাসে সে প্রায় ৮ লাখ টাকার মরিচ বিক্রি করেছে। এতে দেখা যায় এ পর্যন্ত তার প্রায় সাড়ে ৬ লাখ টাকা লাভ হয়েছে।
আরো ২ থেকে ৩ লাখ টাকার মরিচ বিক্রি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই কৃষক অল্পদিনেই মরিচ চাষ করে স্বাবলম্বী হতে চলেছে। কৃষক সাঈদ জানান, আমার ভাই আনিছুর রহমান মরিচ চাষে আমাকে সব ধরনের সহযোগিতা করছে। তাই আমার পক্ষে অনেকটা সহজ হয়েছে। মরিচ চাষ যে লাভজনক তার প্রমাণ পেয়েছি। আমি এখন থেকে মরিচ চাষে আরো গুরুত্ব দেবো। উপজেলা কৃষি অফিসার মশিদুল হকের সাথে কথা বললে তিনি বলেন, মরিচ চাষ অবশ্যই লাভজনক। আমরা সব ধরনের ফসল উৎপাদনের জন্য কৃষকদের যথারীতি পরামর্শ ও সহযোগিতা প্রদান করে আসছি। বিগত সময়ে নন্দীগ্রাম উপজেলায় এত মরিচের চাষ হতো না। এখন অনেক জমিতে মরিচ চাষ হচ্ছে। আগামীতেও মরিচ চাষ আরো বৃদ্ধি পাবে এমনটা আশা প্রকাশ করছি।